বিশ্বকাপ দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত শঙ্কর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্কর। বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে দারুণ আনন্দিত তিনি।
সম্প্রতি, তিনি আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের টুইটারে এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বিজয় জানিয়েছেন এটা যেকোনো খেলোয়াড়ের জন্যই অনন্য।

'বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে দারুণ লাগছে। এটা আমার প্রথম বিশ্বকাপ। যে কোনও খেলোয়াড়ের কাছেই এটা একটা অনন্য বিষয়। আমি এখন সামনের দিকে তাকাতে চাই।'
বিশ্বকাপের এবারের আসরে অধিনায়ক বিরাট কোহলি, এমএস ধোনির সাথে মিডেল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শঙ্করকে। তাকে ব্যাটিং অর্ডারের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত বছর নিদাহাস ট্রফিতে এই অলরাউন্ডারের অভিষেক হয় জাতীয় দলের জার্সি গায়ে। এরপর ধারাবাহিক ভাবে ভালো খেলে জাতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন তিনি।
আইপিএলের এবারের আসরে হায়দ্রাবাদের হয়ে নিয়মিত টপ অর্ডারে ব্যাট করছেন শঙ্কর। কার্যকর বেশ কয়েকটি ইনিংস খেলেছেন। এই পারফর্মেন্সের সুবাদেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি।