ওপেনিংয়ে ফিঞ্চের সঙ্গী ওয়ার্নার নাকি খাজা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এই তারকার ফেরায় স্বস্তির সাথে চিন্তাও বেড়ে গেছে অস্ট্রেলিয়ার। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার, উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের মধ্যে কোন দুজন ওপেনিং করবেন বিশ্বকাপে?
অজি অধিনায়ক ফিঞ্চ জানিয়েছেন এই কম্বিনেশন খুঁজতে আগামী ৬-৮ সপ্তাহ তাঁর দলকে অনেক ভাবতে হবে। এই সমস্যার সমাধান করেই বিশ্বকাপে যেতে চান তিনি।

‘আগামী ৬-৮ সপ্তাহ এটা নিয়ে অনেক ভাবতে হবে। আমাদের সেরা কম্বিনেশন বের করার চেষ্টা করতে হবে যাতে দলের সেরা গঠনটা পাওয়া যায়। টপে ডেভির (ওয়ার্নার) রেকর্ড অবিশ্বাস্য, ওজিও (খাজা) সাম্প্রতিক সময়ে খুব ভালো ছন্দে আছে। আমরা যেভাবেই খেলি, আমাদের এই জায়গাটা মেলাতে হবে, তারপর টুর্নামেন্টে যেতে হবে।’
অ্যারন ফিঞ্চ ওপেনিংয়ে নিজের নামার আভাসটা দিয়েই রেখেছেন। তিনি জানিয়েছেন ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কারণে নিজেই ওপেনিংয়ে ব্যাট করতে চান তিনি।
ওপেনিংয়ে তাঁর সঙ্গী হবে ওয়ার্নার-খাজার যেকোনো একজন। তাছাড়া, তিনজনেরই তিন নম্বরে খেলার সামর্থ্য আছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক। সব মিলিয়ে ওপেনিং জুটি নিয়ে কিছুটা ধোঁয়াশাই রাখলেন তিনি।
‘আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয়, আমরা তিনজনই পারব (তিনে খেলতে)। তবে সীমিত ওভারের ক্রিকেটে এই পজিশনে আমার অভিজ্ঞতা সবচেয়ে কম। সম্ভবত আমাদের জন্য বাঁহাতি ডানহাতি কম্বিনেশন রাখাটা ভালো হবে। বাঁহাতি দুইজনের মধ্যে কে ওপেন করে সেটাই দেখার।’