promotional_ad

পাকিস্তান সফর করবে বাংলাদেশ-শ্রীলঙ্কা?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভবিষ্যতে পাকিস্তান সফর করবে বলে আশাবাদী তিনি।


পাকিস্তানের মাটিতে সিরিজ আয়োজনের জন্য ব্যক্তিগত ভাবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান।



promotional_ad

'ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে আমাদের একটি সিরিজ রয়েছে। পাশাপাশি আমরা তাদের সঙ্গে কথা বলছি।'


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথেও সিরিজ আয়োজনের ব্যাপারে কথা হচ্ছে বলে জানালেন তিনি। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলা হয়েছিল ফলে তাদের জন্য বিষয়টি সংবেদশীল বলে মনে করেন এহসান মানি।


'আমরা ভবিষ্যতে শ্রীলঙ্কাকে আতিথ্য দেয়ার জন্য আশাবাদী এবং আমি ব্যক্তিগত ভাবে আইসল্যান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছি। এই ইস্যুটি সংবেদনশীল কারণ ২০০৯ সালে লাহরে তাদের দলের উপর আক্রমণ হয়েছি।'



২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত পাকিস্তান থেকে। তবে বেশ কয়েকটি দল এরই মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে পাকিস্তানের মাটিতে।


২০১২ সালের ২৯ অক্টোবর লাহোরে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালের এপ্রিল মাসে করাচিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল উইন্ডিজ। এরপর আর কোনো দল পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহ দেখায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball