promotional_ad

ব্যানক্রফটকে অধিনায়কত্ব দিয়ে বিপাকে ইয়ান বোথাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছর দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কান্ডে জড়িয়ে ৯ মাসের জন্য নিষিদ্ধ হওয়া ক্যামেরন ব্যানক্রফটের কাঁধে কাউন্টি দল ডারহামের নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে। যার ফলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ডারহাম ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান এবং কিংবদন্তী ক্রিকেটার স্যার ইয়ান বোথামকে। 


নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট 'এ' ক্রিকেটে ডারহামকে নেতৃত্ব দিবেন ব্যানক্রফট। এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন ক্লাবটির সাবেক সদস্য জর্জ অ্যালবার্ট।



promotional_ad

তাঁর মতে ব্যানক্রফটের মতো প্রতারককে অধিনায়ক হিসেবে মনোনীত করাটা একেবারেই উচিৎ হয়নি স্যার ইয়ান বোথামের। এক চিঠিতে তিনি ব্যানক্রফটের ইস্যুতে তিনি লিখেছেন, 


'কিভাবে স্যার ইয়ান বোথাম (ডারহাম সিসিসি এর চেয়ারম্যান) এর অনুমতি দিলো? ডারহাম ক্রিকেটের পরিচালক মার্কাস নর্থকেও এই সিদ্ধান্তের জন্য জবাবদিহিতা করতে হবে। আপনি কিভাবে একজন প্রতারককে এই উপহার দিতে পারেন যে কিনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে শিরীষ কাগজ দ্বারা বল বিকৃতি করে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছে।' 


তিনি আরও যোগ করেন, 'আমি অত্যন্ত অবাক এবং বিরক্ত হয়েছি এই বিষয়টি জানার পরে যে আমরা ক্যামেরন ব্যানক্রফটকে ২০১৯ মৌসুমের জন্য কাউন্টি অধিনায়ক করেছি।'



তবে ডারহাম ক্রিকেটের পরিচালক ব্যানক্রফটের সমর্থনেই কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই অজিকে অধিনায়কত্ব তুলে দেয়ার আগে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে। গার্ডিয়ানকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, 


'সে দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ান দলের সাথে থাকাকালীন যা করেছে সেটি আমরা এড়িয়ে যাচ্ছি না। আমি এই খেলোয়াড়কে আগে থেকেই চিনি এবং আমি তাঁকে বেড়ে উঠতে দেখেছি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে এবং আমি তাদের বিশ্বাস করি। এই সিদ্ধান্ত নেয়ার পেছনে অনেক চিন্তাভাবনা করা হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball