অনিশ্চয়তায় তামিম, খেলবেন মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইসচার্চে তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর একদিন আগে গ্রোয়িং ইনজুরির শিকার হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। যদিও টেস্টের আগে ইনজুরি মুক্ত হয়েছে টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তবে তামিমের ইনজুরি সম্পর্কে বিশদভাবে জানা যাবে শুক্রবার। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের আশা, ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন তামিম। ক্রিকবাজকে তিনি জানান,

'আমরা আগামীকাল তাঁর অবস্থা দেখব, এরপরেই তাঁর ব্যাপারে সিদ্ধান্তে নিবো। তাঁর গ্রোয়িং ইনজুরির সমস্যা। আজকের ফিল্ডিংয়ের সময় ব্যথা লাগছিল। এরপরে সে আর অনুশীলন করেনি।
'তৃতীয় টেস্ট শুরুর আগে এখনও বেশ কিছুক্ষণ সময় আছে। আমরা আশা করব, সে সময়মত সুস্থ হয়ে উঠবে।'
এদিকে প্রথম দুই টেস্ট না খেলা মুশফিক খেলছেন তৃতীয় টেস্টে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন এমন খবর।
'আমরা তাঁর খেলা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা যে রিপোর্ট পেয়েছি তা অনুযায়ী, সে সুস্থ আছে। শেষ টেস্টে খেলতে পারবে।'