promotional_ad

শচীন-শেওয়াগকে ছাড়িয়ে ধাওয়ান-রোহিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ওয়ানডেতে দুই সাবেক ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেওয়াগের জুটিকে ছাপিয়ে গেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি। 


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে যোগ করেছেন ১৯৩ রান। এই জুটি গড়ার পথে তারা পেছনে ফেলে শচীন-শেওয়াগ জুটির রানের রেকর্ডকে।



promotional_ad

ওয়ানডেতে শচীন-শেওয়াগ জুটি করেছে ৪ হাজার ৩শত ৮৭ রান। তাদের সেই জুটি ছপিয়ে রোহিত-ধাওয়ানদের রান এখন ৪ হাজার ৫শত ৭১ রান। ভারতের জুটির রানের রেকর্ডে ধাওয়ান-রোহিতদের অবস্থান এখন দুই নম্বরে।


শীর্ষে আছে শচীন-সৌরভ জুটি। এই জুটির ব্যাট থেকে এসেছে ৮ হাজার ২শত ২৭ রান। বৈশ্বিক জুটির রানের হিসাবেও শচীন-সৌরভরা আছেন শীর্ষে। অন্যদিকে, বৈশ্বিক হিসাবে ধাওয়ান-রোহিতদের অবস্থান ৭ নম্বরে।


চলতি সিরিজের শুরুর দিকে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। সিরিজের প্রথম তিন ম্যাচে ধাওয়ানের মোট রান ছিল মাত্র ২২। আর প্রথম তিনটি ম্যাচ থেকে রোহিত করেন ৫১ রান।



বাজে খেলার পরেও সিরিজের চতুর্থ ম্যাচে এই দুজনের উপর আস্থা রেখেছিলেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। সেই আস্থার প্রতিদান দিয়ে সিরিজের চতুর্থ ম্যাচে ধাওয়ান করেছেন ১৪৩ রান। আর রোহিতের ব্যাট থেকে এসেছে ৯৫ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball