ব্যাটিং কোচ রামপ্রকাশকে বরখাস্ত করল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে মার্ক রামপ্রকাশকে। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান নিজেই টুইটারে চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামপ্রকাশ ২০১৪ সাল থেকে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে টেস্ট দলের ব্যাটসম্যানদের তৈরি করতে তাঁর বিশেষ ভূমিকা ছিল। আসন্ন মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল রামপ্রকাশের। সেই চুক্তি হারানোর আগেই নিজের চাকরি হারালেন তিনি।

'আসন্ন অ্যাশেজ সিরিজে আমার কোনো ভূমিকা থাকবে না- আমাকে কেবলমাত্র এতটুকুই জানানো হয়েছে। গত পাঁচ বছর ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করা একটা বড় পাওনা। দলের সকল খেলোয়াড়ও সাপোর্টিং স্টাফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার শুভ কামনা থাকলো।'
ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর হিসেবে অ্যাশলে জাইলস দায়িত্ব নেয়ার পরই ইংল্যান্ড দলের কোচিং স্টাফ নতুন করে সাজাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হওয়া টেস্ট সিরিজে নিজের সর্বশেষ ইংল্যান্ড দলের দায়িত্ব পালন করা রাম প্রকাশ।
এদিকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, আগামি দুই সপ্তাহের মধ্যে অ্যাশেজের কোচিং স্টাফ নিয়োগ দিবেন তারা।
'আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা পরবর্তী এ্যাশেজ সিরিজের কোচিং স্টাফ চুড়ান্ত করব। আসন্ন অ্যাশেজে কোচিং স্টাফে থাকছেন না রামপ্রকাশ।'
রামপ্রকাশের স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প। নতুন কোচিং স্টাফে গ্রাহাম থর্পের নাম সবার উপরে আছে।