সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়নডেতে রবিবার মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। আর, সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে সফরকারী অস্ট্রেলিয়া।
পরিসংখ্যান অবশ্য অস্ট্রেলিয়ার হয়েই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ১৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭৫টি ম্যাচে জয় পেয়েছে অজিরা। আর ৪৯টি ম্যাচে জিতেছে ভারত।
আর ১০টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এদিকে, রাঁচিতে সিরিজের তৃতীয় ম্যাচে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে ভারত। মোহালিতে সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না ভারতীয়রা।

বিরাট কোহলির দল চাইবে এই ম্যাচেই ব্যবধান ৩-১ করে সিরিজ জিতে নিতে। সিরিজের শেষ ২ ম্যাচে ভারত উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে পাচ্ছে না। তাকে বিশ্রাম দেয়া হয়ে এই দুই ম্যাচে।
ধোনির পরিবর্তে ভারতীয় একাদশে খেলবেন ঋষভ পান্ট। কারণ এই সিরিজে দীনেশ কার্তিককে রাখেনি ভারত। ফলে মোহালিতে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে প্রথম একাদশে পান্টের জায়গা একপ্রকার নিশ্চিত।
অন্যদিকে একেবারেই ফর্মে নেই ভারতের ওপেনার শিখর ধাওয়ান। শেষ ১৭টি ওয়ান-ডে ম্য়াচে মাত্র দু’বার তাঁর ব্যাট থেকে পঞ্চাশের বেশি রান এসেছে। ধাওয়ানকে বসিয়ে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলকে ওপেনার হিসেবে খেলাতে পারে ভারত।
স্কোয়াডে থাকলেও অস্ট্রেলিয়া সিরিজে এখনও মাঠে নামা হয়নি যুজবেন্দ্র চাহালের। সিরিজের চতুর্থ ম্যাচে জাদেজার পরিবর্তে তাকে একাদশে দেখা যেতে পারে। বিশ্বকাপের আগে কুলদীপ ও চাহালের জুটিটাকে পরখ করে দেখতে চাইবেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। অজিরা এই ম্যাচে একজন বেশি পেসার খেলাতে পারে। ফলে একাদশের বাইরে থাকতে পারেন স্পিনার নাথান লায়ন। আর দলে ঢুকতে পারেন জেসন বেহরেনড্রফ।
ভারতের সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রায়ডু, বিজয় শঙ্কর, ঋষভ পান্ট, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও যসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ অ্যারন ফিঞ্চ (সি), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকোব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টুনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাডাম জম্পা, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, নাথান লিয়ন / জেসন বেরেনডরফ।