যেকোনো দলের জন্য হুমকি উইন্ডিজঃ ব্রাভো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে উইন্ডিজকে যেকোনো দলের জন্যই হুমকি বলে মানছেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের শক্তিমত্তায় মুগ্ধ হয়েছেন তিনি।
দলে অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে তরুণ ক্রিকেটারদের সংমিশ্রণ মুগ্ধ করেছে ব্রাভোকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান,

'আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার আছে যারা উন্নতি করছে এবং দেখতে ভালো লাগছে যে এই মুহূর্তে এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে তাঁরা ভালো খেলছে। অধিনায়ক জেসন হোল্ডার সহ বাকিদের সঙ্গে আমি কথা বলেছি।
'আমার বিশ্বাস এই দলটি বিশ্বকাপে যে কারো জন্য হুমকি হয়ে উঠবে। যদিও বিশ্বকাপে ভালো করার সুযোগ সবার আছে। নিজেদের দিনে যে কেউ ভালো করতে পারে। কিন্তু এই দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল আছে, যার কারণে আমি আত্মবিশ্বাসী।'
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্রাভো বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে চলেছেন। নেটে তরুণ বোলারদের দীক্ষা দিতে দেখা যায় তাঁকে, যদিও ব্রাভোর ভাষ্য ভিন্ন,
'আমি তাঁদের কিছু প্রশ্ন করেছি তাঁদের মনোভাব জানার জন্য। তাঁদের কোচিং করানো বা তাঁদের কিছু পরিবর্তন করা আমার উদ্দেশ্য না। তাঁরা কিভাবে চাপের সময় সেরাটা দেয় সেটার সঙ্গে আমি নিজেকে মিলিয়ে নেই।
'তাঁদের ভুল করতে দেওয়া উচিত। তাঁদের শেখার সুযোগও দেওয়া উচিত। তাঁদের শেখার অধিকার আছে।'