বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলে আর্চার?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান পেসার জোফরা আর্চারের বিশ্বকাপ খেলার ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। এবার জানা গেল, বিশ্বকাপের আগেই ইংল্যান্ড দলে জায়গা পেতে পারেন আর্চার।
এবার আর্চারের ব্যাপারে মন্তব্য করেছেন ইংলিশ কোচ ট্রেভর বেইলিস। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই দলে জায়গা পেতে পারেন আর্চার। গণমাধ্যমের সামনে বেইলিস জানান,

'আমাদের এপ্রিলের ২৩ তারিখের দিকে স্কোয়াড দিতে হবে। কিন্তু এরপরের মাসে আমরা তা পরিবর্তন করতে পারব।তাঁর আগে পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ আছে। তাই আমরা সিদ্ধান্ত নেব সে খেলবে কিনা।
'কেননা স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন ২২ই মে। আমরা স্কোয়াডের সিদ্ধান্ত দ্রুত নিতে চাই। আমরা জোফরাকে ঐসব জায়গায় চেষ্টা করে দেখতে পারি। এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি।'
উল্লেখ্য ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চার বর্তমানে ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছেন। তাঁর বাবা ইংল্যান্ডের অধিবাসী হওয়াতেই এই সুযোগ পাচ্ছেন আর্চার।
নাগরিকত্ব পাওয়ার পর আগামী মার্চে ইংল্যান্ড দলে খেলার জন্য আবেদন করতে পারবেন তিনি। আগামী এপ্রিলের ২৩ তারিখের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে সব দলকে।
মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অবশ্য দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকবে ইংল্যান্ড। তখনই আর্চারকে আক্রমণে আনার চিন্তা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।