মাঠে নামছে আত্মবিশ্বাসী শ্রীলংকা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা। রবিবার বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে এই ম্যাচটি।
টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে নামার আগে বেশ আত্মবিশ্বাসী শ্রীলংকা। আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাসিথ মালিঙ্গার দলটি।
ওয়ান্ডার্সে অতীত রেকর্ডেও বেশি পিছিয়ে নেই শ্রীলংকা। এখন পর্যন্ত খেলা পাঁচ ওয়ানডেতে দুটি ম্যাচ জিতেছে তাঁরা। প্রথমবার জিতেছিল ২০০১ সালে, শেষবার ২০১২ তে।

এদিকে টেস্ট সিরিজ হার ছাড়াও পেসার ডুয়ান অলিভিয়েরের কোলপাক গমন নিয়ে বেশ চিন্তিত প্রোটিয়া শিবির। ম্যাচের আগের দিন গণমাধ্যমে অলিভিয়ের প্রসঙ্গেই যেন বেশি কথা বলেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
তবে ওয়ানডে সিরিজে ফেরার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ডু প্লেসিস। লঙ্কানদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাবে ডু প্লেসিসের ফর্ম। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ৪৪.৩৩ গড়ে ৭৯৮ রান করেছেন প্লেসিস।
সম্ভাব্য একাদশঃ-
দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিক্স, ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, অ্যান্ডিল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা/ডেল স্টেইন, অনরিচ নর্তজে, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।
শ্রীলংকাঃ- উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কাসুন রাজিথা, বিশ্ব ফারনান্দো।