জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু আফগানিস্তানের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজেও জয় দিয়ে শুরু করল আফগানিস্তান। ভারতের দেরাদুনে স্বাগতিক হয়ে খেলতে নামা আফগানিস্তান জয়ে তুলে নিয়েছে পাঁচ উইকেটে।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে আফগানরা। ২৫ রান করে ফিরে যান হজরতউল্লাহ জাজাই। এরপরে মোহাম্মদ শেহজাদ ফিরেন ৪৩ রানে।
৯০ রানে দুই উইকেট হারানো দলটি ১০৪ রানের মধ্যে আরও দুইটি উইকেট হারায়। তবে শেষপর্যন্ত জয় পেতে আর কষ্ট হয়নি আফগানদের।

৪৬ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন আফগান মিডল অর্ডার ব্যাটসম্যান গুলবাদিন নাইব। ৪৯ বল হাতে রেখেই জিতেছে স্বাগতিকরা।
এর আগে আফগান বোলারদের তোপের মুখে মাত্র ১৬১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৮৯ রান করেন দলের ওপেনার পল স্টার্লিং।
এছাড়া জর্জ ডকরেলের ৩৭ এবং কেভিন ও'ব্রায়েনের ১০ রান ছাড়া দুই অঙ্কের রানও পায়নি দলের কোন ব্যাটসম্যান।
আফগান বোলারদের মধ্যে দাওলাত জাদরান এবং মুজিব উর রহমান তিনটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আয়ারল্যান্ডঃ- ১৬১/১০ (৪৯.২ ওভার)
(স্টার্লিং ৮৯; মুজিব ৩/১৪, জাদরান ৩/৩৫)
আফগানিস্তানঃ- ১৬৫/৫ (৪১.৫ ওভার)
(নাইব ৪৬, শেহজাদ ৪৩; র্যাঙ্কিন ২/৪৮)