promotional_ad

ভারতীয় বোর্ডের দাবি যৌক্তিকঃ শোয়েব আখতার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর তোলপাড় পুরো ভারতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনেক সদস্যই চায় না পাকিস্তানের বিপক্ষে আসন্ন বিশ্বকাপে ম্যাচ খেলুক ভারত। 


ভারতীয় বোর্ডের এমন চাওয়াতে যুক্তি আছে বলে মনে করছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। এক সাক্ষাৎকারে তিনি জানান,


"ভারতের এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর অধিকার রয়েছে। ওদের দেশ আক্রান্ত হয়েছে তাই এই সিদ্ধান্ত। এ ব্যাপারে পাল্টা কিছু বলার নেই। খেলাধুলো সঙ্গে কি রাজনীতিকে জড়িয়ে ফেলা উচিত? একেবারেই নয়। 


"আমরা তীব্র নিন্দা করি প্রাণহানির। কিন্তু নিজের দেশের ব্যাপারে আমরা এককাট্টা এবং আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের পাশে দাঁড়াচ্ছি। এখানে অন্য কিছু ভাবার জায়গা নেই।"



promotional_ad

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব যেন বিসিসিআইয়ের সাফাই গাইলেন। দীর্ঘদিন ধরে পাক-ভারত সিরিজ না হওয়ার পেছনে বিসিসিআইয়ের কোন দোষ দেখছেন না তিনি। 


"সত্যি কথা বলতে ভারতীয় ক্রিকেট বোর্ড চায় পাকিস্তানের সঙ্গে সিরিজ হোক। কারণ খেললে টিভি চ্যানেল আর ভারতীয় বোর্ডই আর্থিক দিক থেকে সব চেয়ে লাভবান হবে। সিরিজটার মূল্য দাঁড়াবে ৬০০ মিলিয়ন ডলার (প্রায় ৪২৬৬ কোটি টাকা)। অবশ্যই তাই ওরা চায় সিরিজটা হোক। 


"আমাদের পাকিস্তান বোর্ড বলেছিল এই সিরিজ খেলতে তারা ইচ্ছুক। এবং সিরিজটা অন্য কোনও মাঠেও হতে পারে। তাতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভারতের বক্তব্য ছিল ওদের ক্রিকেট বোর্ড সুপ্রিম কোর্টের অধীন। ওদের এই কথায় যুক্তি আছে।"


জুনের ১৬ তারিখে বিশ্বকাপের খেলায় মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর ভারতকে পাকিস্তানের সঙ্গে খেলতে মানা করছে দেশটির সাবেক বা বর্তমানে দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার যার মধ্যে আছেন সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং এবং আজহার উদ্দিনের মতো ক্রিকেটারও। 


ভারতীয় বোর্ডের চাওয়াকে যুক্তিসঙ্গত মানলেও সাবেক বা বর্তমান ভারতীয় ক্রিকেটারদের এমন বক্তব্য পছন্দ হয়নি শোয়েবের।



"আমরা ক্রিকেট নিয়ে কথা বলব, রাজনীতি নিয়ে নয়। যখন এ রকম কোনও ঘটনা ঘটে তখন ক্রিকেটার হিসেবে যোগাযোগ রক্ষা করার কাজ করতে হবে। ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ হল এমন কথা বলা যাতে একতা বাড়ে। উস্কানি নয়।"


গত ১৪ই ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ৩৭ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সদস্যের মৃত্যু হয়েছে।


একই ঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি। এমন নৃশংস ঘটনার দায় স্বীকার করেছে বিশেষ এক জঙ্গী গোষ্ঠী। ভারতের দাবি, পাকিস্তানের সহযোগিতায় এমন ঘটনা ঘটেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball