হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্ট হাতছাড়া বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। বুধবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে ৮৮ রানের ব্যবধানে হেরেছে।
রেটিং পয়েন্ট হারালেও র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে টাইগাররা। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই আছে বাংলাদেশ দল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের।

১১১ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে ৪ নম্বরে অবস্থান করছিল দলটি।
সিরিজ শেষ প্রোটিয়াদের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে ৩ নম্বর অবস্থান নিশ্চিত করেছে তারা। কিছুদিন আগেই তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে ৪-১ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল কিউইরা।
এখন দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিরাট কোহলির দল। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।