ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয় নেই আইসিসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে না খেলার দাবি তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিসিসিআই কর্মকর্তারা। তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বকাপে দুই দলের ম্যাচ নিয়ে কোনো সংশয় নেই।
চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসরের সূচি অনুয়ায়ী, ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে হওয়ার কথা পাকিস্তান-ভারতের ব্যাট-বলের ‘যুদ্ধ’। এই ম্যাচ বাতিলের কোনো ইঙ্গিত তারা এখনও পাননি বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

'সম্প্রতি ভয়ঙ্কর জঙ্গি হানায় নিহত ও ক্ষতিগ্রস্থদের জন্য আমরা ব্যথিত। পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। তবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে কোনও ম্যাচ না হওয়ার কোনও রকম ইঙ্গিত এই মুহূর্তে আমাদের কাছে নেই।'
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই কর্মকর্তার মতে ক্রিকেটের ক্ষমতা আছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে এক করার। ভারত-পাকিস্তানকেও এক করতে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
'বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা ক্রিকেটের রয়েছে। সদস্যদের নিয়ে সেই চেষ্টাই চালিয়ে যাব আমরা।'
ভারতের সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি তুললেও, সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা জানিয়েছেন এই সমস্যাকে খেলার সাথে না মেলাতে।