promotional_ad

ইংল্যান্ড-উইন্ডিজের ওয়ানডে লড়াই শুরু আজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। বার্বাডোজের ব্রিজটাউন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। এই সিরিজ দিয়েই মূলত ইংল্যান্ড দলের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।


টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে উইন্ডিজ। যদিও শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে বেশ চিন্তায় জেসন হোল্ডারের দল।


টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিষেধাজ্ঞায় থাকলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামছেন অধিনায়ক হোল্ডার। এদিকে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ১৭১ রানের বিশাল জয়টি অনুপ্রেরণা যোগাবে ইংল্যান্ডকে।



promotional_ad

তাছাড়া, ঘরের মাঠে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে উইন্ডিজ সিরিজ থেকেই জয়ের অভ্যাসটা করে নিতে চায় ইংল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে খেলা হয়নি উইন্ডিজের।


এবারের বিশ্বকাপেও তাদের জায়গা করে নিতে হয়েছে বাছাই পর্ব খেলে। ফলে বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশনের খোঁজে থাকবে উইন্ডিজ দল। অলরাউন্ডার সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা আগে থেকেই দলে নেই। 


এরই মধ্যে যোগ হয়েছে এভিন লুইস, রভম্যান পাওয়েল ও কিমো পলের ইনজুরি। ফলে সেরা দল নিয়ে মাঠে নামা হচ্ছে না স্বাগতিকদের। বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন উইন্ডিজ তারকা ক্রিস গেইল। ফলে এই সিরিজটি অন্যরকম গুরুত্বপূর্ণ তাঁর জন্য।


উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, নিকোলাস পুরান, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু / আলজারারি জোসেফ, ওশেন থমাস ও কেমার রোচ।



ইংল্যান্ড একদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball