আজহারউদ্দিনের নির্বাচিত সেরা বিশ্বকাপ দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় সেরা একাদশ নির্বাচন করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এই একাদশে দুই ওপেনার হিসেবে রাখা হয়েছে শিখরও ধাওয়ান এবং রোহিত শর্মাকে।
পাশাপাশি দীনেশ কার্তিক এবং রিশাভ পান্টের মধ্যে পান্টকেই বেঁছে নিয়েছেন আজহারউদ্দিন। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ ধোনিকে এবং অধিনায়ক হিসেবে ভিরাট কোহলিকে পছন্দ তাঁর।

একাদশে তিন স্পেশালিষ্ট পেসারের মধ্যে জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিকে রেখেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। অপরদিকে অলরাউন্ডার কোটায় তাঁর পছন্দ হার্দিক পান্ডিয়া এবং কেদার যাদবকে।
এছাড়াও স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহাল উভয়কেই পছন্দ আজহারউদ্দিনের। তাই দুইজনকেই দলে রেখেছেন তিনি।
মোহাম্মদ আজহারউদ্দিনের নির্বাচিত সেরা দলঃ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ট, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব/ যুবেন্দ্র চাহাল।