ইনজুরির কবলে কিমো পল

ছবি: ছবিঃ ইএসপিএন ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
সেন্ট লুসিয়াতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইনজুরির কবলে পড়েছেন ক্যারিবিয়ান পেসার কিমো পল। এরপ তাকে ক্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে।
উইন্ডিজ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই পেসার ডান পায়ের উরুর চোটে পড়েছেন। এই চোট সেরে উঠতে তাঁর ৬ সপ্তাহ বা এর অধিক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। চলতি টেস্টে তিনি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। হোল্ডার স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা ভোগ করছেন।
কিমো পলের ইনজুরিতে পড়ার ঘটনাটি তৃতীয় দিনের চতুর্থ ওভারের। শ্যানন গ্যাব্রিয়েলের বলে জো ডেনলি একটি কভার ড্রাইভ করেন। সেই সময় বলের পেছনে ছুটতে ছুটতে সীমানার কাছে পড়ে যান তিনি।
এরপর তাকে মাঠের সীমানার বাইরে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। তিনি এরপর আর মাঠে ফিরতে পারেননি। তাঁর বদলি হিসেবে মাঠে ফিল্ডিং করেন জোমেল ওয়ারিকেন। তৃতীয় দিনে বল হাতে দারুণ ছিলেন কিমো।
নিজের প্রথম ডেলিভারিতেই সাজঘরে ফিরিয়েছিলেন ররি বার্নসকে। সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন ২টি উইকেট।