চার বছরের সম্পর্কের ইতি টানছেন ভেট্টোরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগব্যাশের দল ব্রিসবেন হিটের কোচ হিসেবে চার বছর দায়িত্ব পালন করার পর ফ্র্যাঞ্চাইজিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিউই কিংবদন্তী ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি।
আগামী মৌসুমে দলটির কোচিং করাতে আর দেখা যাবে না তাঁকে। সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ভেট্টোরি জানিয়েছেন,

'শেষ কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে আমি ভাবছিলাম, সামনের মৌসুমে ব্রিসবেন হিটের সঙ্গে আমি আর চুক্তি বাড়াবো না। আমি আমার সিদ্ধান্তের কথা দলের ম্যানেজারকে আগেই জানিয়েছি।
'গত রাতে খেলতে নামার আগে আমি আমার সিদ্ধান্তের কথা দলের সব ক্রিকেটারকেও জানিয়েছি। প্রথমে ক্রিকেটার হিসেবে এবং পরবর্তীতে কোচ হিসেবে এখানে বেশ ভালো সময় কাটিয়েছি আমি।'
ব্রিসবেন হিটকে বিগব্যাশের ২০১৬-১৭ মৌসুমে সেমিফাইনালে খেলিয়েছিলেন ভেট্টোরি। তবে দলটির হয়ে আর তেমন উল্লেখ করার মতো সাফল্য পাননি তিনি।
অবশ্য আইপিএলে কোচিং চালিয়ে যাবেন ভেট্টোরি। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। সাবেক এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন।