promotional_ad

নেপিয়ারে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় সকাল আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।


ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দারুণ ছন্দে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। বিশ্বকাপের বছরটা দারুণ আত্মবিশ্বাসের সাথে শুরু করেছে তারা। তাই ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখিয়ে সিরিজটি জিততে কাল থেকেই জয়ের মিশন শুরু করতে চাইবে কিউইরা।


তবে ওয়ানডে ফরম্যাটে ছন্দে আছে ভারতীয় দলও। এশিয়া কাপ জয়ের পর অস্ট্রেলিয়া মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভিরাট কোহলির ভারত। আত্মবিশ্বাসে কমতি নেই ভারতীয় শিবিরেও। কিউইদের হারাতে সব রকমের সামর্থ্য আছে দলটির।


আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দুই নম্বরে, তাঁদের পরেই আছে নিউজিল্যান্ড। কতটা শক্তিশালী নিউজিল্যান্ড তা টের পাচ্ছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ঘরের মাঠেও কিউইদের বিপক্ষে পরাজিত হয়েছিল ভারত, ভুলেননি কোহলি।



promotional_ad

এছাড়া কোহলির চোখে বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দল নিউজিল্যান্ড। তাই সিরিজটি তাঁদের জন্য চ্যালেঞ্জিং হবে, বিশ্বাস কোহলির। ম্যাচ পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে কোহলি বলেন,


'তারা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর দল, যা কথা বলে তাদের গত দুই বছরের ধারাবাহিক পারফর্মেন্সের। আমরা তাঁদের বিপক্ষে ভারতে খেলেছি এবং মুম্বাইয়ে হেরেছিলামও। সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছিল এবং আমরা মনে করি বিশ্ব ক্রিকেটের অন্যতম ভারসাম্যপূর্ণ নিউজিল্যান্ড। যা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে।'


তবে ঘরের মাঠে ম্যাচ হলেও ভারতকে সহজভাবে নিচ্ছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুধু কোহলি নয় পুরো ভারতীয় দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে তারা, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন উইলিয়ামসন।


'ভারতীয় দলে বিশ্বমানের অনেক ক্রিকেটার আছে। আপনাকে পুরো দলের প্রতিই দৃষ্টি রাখতে হবে। শুধু মাত্র ভিরাট কোহলির দিকে আলাদা করে রাখলে চলবে না।'


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা ব্যাটসম্যান টম লাথামকে ভারতের বিপক্ষে দলে রেখেছে নিউজিল্যান্ড। ভারতের হয়ে এই স্কোয়াডে আছেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। জাতীয় দলে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ।



নিউজিল্যান্ড স্কোয়াডঃ


কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল সেন্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর।


ভারত স্কোয়াডঃ


ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইয়ুডূ, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শংকর, শুভমান গিল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball