promotional_ad

অ্যাশেজের জন্য প্রস্তুত হচ্ছেন ভিন্নরূপী ব্রড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে ভিন্নভাবে তৈরি করছেন ইংল্যান্ড টেস্ট দলের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলির মতো বোলিং অ্যাকশন এবং ছোট রান-আপ নিয়ে নতুনভাবে কাজ করছেন ডানহাতি এই পেসার।


ইতিমধ্যে নিজেকে সেভাবে প্রস্তুতও করে ফেলেছেন তিনি। কিংবদন্তী হ্যাডলির কাছ থেকে পরামর্শ নিয়েছেন ব্রড। এমনকি ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা কিউই এই ক্রিকেটারের ইউটিউব ভিডিও দেখেছেন তিনি। ব্রড বলেন, 



promotional_ad

'এই প্রক্রিয়া চলাকালীন সময় আমি স্যার রিচার্ডের সাথে যোগাযোগ করেছিলাম, যিনি আমার বাবার সাথে নটিংহ্যামশায়ারে খেলেছিলেন। তিনি আমাকে বিস্তারিতভাবে দুই-পৃষ্ঠার মেইলের মাধ্যমে জানিয়েছিলেন তিনি নিজেকে পরিবর্তন করার সময় কি করেছিলেন,' ডেইলি মেইলে লিখেছেন ব্রড।


ছোট রান-আপ এবং দারুণ বোলিং অ্যাকশন নিয়ে ইতিহাসের অন্যতম সেরা টেস্ট বোলার ছিলেন স্যার রিচার্ড হ্যাডলি। ৮৬ টেস্টে ৪৩১ টেস্ট উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তী পেসার। যদিও টেস্টে ৪৩৩ উইকেট নিয়ে হ্যাডলিকে ছাড়িয়ে গিয়েছেন ব্রড। তবুও নিজেকে নতুন রূপে তৈরি করতে চান এই ইংলিশ পেসার।


সতীর্থ জিমি অ্যান্ডারসনকে দেখে এই অনুপ্রেরণা পেয়েছেন ব্রড। টেস্টে ইতিহাসের সর্বোচ্চ উইকেট (৫৬৫) শিকারি বোলার অ্যান্ডারসন। ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের নতুন বোলিং অ্যাকশন নিয়ে মাঠে নামতে চান ব্রড।



'বিষয়টি আমার মাথায় এসেছিল গত গ্রীষ্মের শেষের দিকে, যখন আমি জিমি অ্যান্ডারসনকে ওভালে বোলিং করতে দেখেছি। সে অনেক ছোট রান-আপে বোলিং করে এবং অনেক ছন্দে বোলিং করে। আমি ভেবেছি আমারও এমন কিছু চেষ্টা করা উচিত।


'আমি ১৭ বছর বয়সে এভাবেই বোলিং করতাম। কিন্তু পরবর্তীতে আমি আরও মিতব্যয়ী বোলিং করতে আগ্রহী ছিলাম। যদি আগামী পাঁচ সপ্তাহ উইন্ডিজে এই অ্যাকশন কার্যকরী না হয় তাহলে পূর্বের অ্যাকশনে আবার ফিরে যেতে প্রস্তুত আমি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball