বিশ্বকাপের স্কোয়াডে বেশি পরিবর্তন আসবে নাঃ রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা মনে করেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডের সাথে ব্যাপক মিল থাকবে বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে।
তবে বিশ্বকাপের সেরা দল ঘোষণার ক্ষেত্রে ফর্মের ধারাবাহিকতা এবং ইনজুরি প্রবণতার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে বলে মনে করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বড়জোর দুই একটি পরিবর্তন আসতে পারে উল্লেখ করে রোহিত বলেছেন,
'আমি মনে করি বিশ্বকাপের জন্য ১৩ সদস্যের স্কোয়াড কম বেশি একই থাকবে। হয়তো দুই একটি পরিবর্তন আসতে পারে। সেটি ঠিক করা হবে গত কয়েক মাসের ইনজুরি প্রবণতা এবং ফর্মের ধারাবাহিকতার ওপর ভিত্তি করে।
আমরা পুরো বছর অনেক ক্রিকেট খেলেছি । সুত রাং ইনজুরি অবশ্যই ঘটবে। এটা ভাবাটা অমূলক যে হুট করে অনেক পরিবর্তন আসবে। সবকিছুই প্রত্যেক খেলোয়াড়ের ফর্মের ওপর নির্ভর করে।বিশ্বকাপের স্কোয়াড নিয়ে এই মুহূর্তে আলোচনা করাটা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে করছেন না ভারতীয় ওপেনার রোহিত। বিশ্বকাপের আগে আরও ১৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে ভারতের। টুর্নামেন্টের ৪-৫ মাস আগে তাই একাদশ ঠিক করা কঠিন দাবি করেছেন তিনি। বলেছেন,
'বিশ্বকাপের একাদশ
নিয়ে এই মুহূর্তে কথা ব লা একটু তাড়াতাড়ি হবে আমি মনে করি। তবে অনেক বেশি পরিবর্তন আসবে না বলে আমার ধারণা। আমাদের এখনও ১৩টি ম্যাচ রয়েছে এবং ৪-৫ মাস আছে বিশ্বকাপের। দুই মাস পর আইপিএলও আছে। সুতরাং এখনই বিশ্বকাপের জন্য ১১ অথবা ১২ সদস্যের দল ঘোষণা করা কঠিন।'