'নো' বলের ঘটনা তাঁতিয়ে দিয়েছিল উইন্ডিজকে

ছবি: কার্লোস ব্র্যাথওয়েট

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে একটি নো বলই উইন্ডিজ দলকে তাঁতিয়ে দিয়েছিল। ওশান থমাসের করা ইনিংসে চতুর্থ ওভারে বিতর্কিত নো বলের ওভারে ৩০ রান তুলেছিল বাংলাদেশ।
৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ১ উইকেট হারিয়ে ৬২ রান। সেই ওভারে নো বলের ঘটনার পরই পালটে যায় ম্যাচের চিত্র। এই ওভারের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। উইন্ডিজ দলপতি কার্লোস ব্রাথওয়েট জানিয়েছেন সেই সময় তিনি চাঙা হতে আম্পায়ারদের কাছে ৫ মিনিট সময় চেয়েছিলেন।

‘আম্পায়ারের সিদ্ধান্তই থেকেছে, খেলা ফের শুরু হয়েছে এবং ম্যাচটা শেষও হয়েছে। আমি অবশ্য ম্যাচ রেফারির কাছে পাঁচ মিনিট চেয়েছি আবার স্বাভাবিক হতে এবং যে ঘটনা ঘটেছে সেটা ভুলে যেতে। ধন্যবাদ তারা সে সময়টা আমাদের দিয়েছে। '
এই সময়ে তিনি তাঁর সতীর্থ্যদের সাথে কথা বলেছিলেন, দলের সবাই আত্মবিশ্বাসী ছিল জয়ের ব্যাপারে। পরিস্থিতি সামলেই তাঁর দল খেলায় ফিরেছে বলে জানিয়েছেন উইন্ডিজ দলপতি।
'এতে করে সতীর্থদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। ঘটনাটা আমাদের সবার বিপক্ষেই গিয়েছিল। তবে প্রতিকূল সময়ে আমি শুধু কথা বলেছি। পরিস্থিতি সামলে সবাই আবার খেলায় ফিরেছে। সবাই বলেছে এটার জন্যই আমাদের জিততে হবে। এর পর তো দেখেছেনই কী হয়েছে।'
উইন্ডিজের টি-টুয়েন্টি দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন বয়সে তরুণ তাদের কাছ থেকে এটা পাওয়া বড় ব্যাপার ছিল বলেই মনে করেন ব্র্যাথওয়েট। তাঁর দল সামনে আরও ভালো খেলবে বলে বিশ্বাস ব্র্যাথওয়েটের।
'অনভিজ্ঞ খেলোয়াড়দের কাছে থেকে এটা পাওয়া অনেক বড় ব্যাপার ছিল। আমি মনে করি তাদের সবাইকে আমরা এক রাখতে পারি, শেখাতে পারি কীভাবে পেশাদার হতে পারি। আমি মনে করি সামনে আমরা আরও ভালো করব।’