কোহলি-কুম্বলেকে একসাথে দেখতে চেয়েছিলেন লক্ষ্মণরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনীল কুম্বলেকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরাতে কলকাঠি নেড়েছিলেন অধিনায়ক ভিরাট কোহলি। এটা সবারই জানা। তবে, কুম্বলেকে কোচের পদে বহাল রাখতে চেয়েছিল ভারতীয় দলের অ্যাডভাইসরি কমিটি।
২০১৬ সালে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ ও শচীন টেন্ডুলকার ভারতের কোচ হিসাবে অনিল কুম্বলের নামই সুপারিশ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাডভাইসরি কমিটির সদস্য লক্ষ্মণ জানিয়েছেন তারা চেয়েছিলে কোহলি ও কুম্বলে একসাথে কাজ করুক।

'সিএসি অনীলকে ধরে রাখতে চেয়েছিল এবং পুরো পর্বটি দুঃখজনক ছিল। কুম্বলে একজন সুদক্ষ নেতা ছিলেন। আমরা চেয়েছিলাম ওরা দুজনে একসঙ্গে কাজ করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা হল না'
কোচ হিসাবে কুম্বলের পরিসংখ্যান সবসময় তাঁর হয়েই কথা বলবে। তাঁর অধীনেই ভারতীয়রা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল। এই টুর্নামেন্টের পরই দায়িত্ব ছাড়েন কুম্বলে।
ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন রবি শাস্ত্রী। এদিকে, লক্ষ্মণ জানিয়েছেন কোহলির সঙ্গে কুম্বলের বিবাদ হলেও, কখনই মাত্রা ছাড়ান নি ভারতীয় দলপতি।
'আমার মনে হয় না বিরাট কখনও মাত্রা ছাড়িয়েছে। আমরা চেয়েছিলাম যে কুম্বলে কোচ থাকুক। কিন্তু ওই সময়টা খুব খারাপ যাচ্ছিল। কোহলি যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে দলকে নেতৃত্ব দেয়।'