মাত্র ১৭ রানে অলআউট!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে কোনও টি টুয়েন্টি টুর্নামেন্টে সবথেকে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে ওয়েলিংটন নারী অনূর্ধ্ব ২১ দল।
লয়েড এলসমোর পার্কে নারী অকল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের বিপক্ষে মাত্র ১৭ রানে অলআউট হয়েছে তারা যা কিনা দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এর আগে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোনিম্ন দলীয় স্কোরের রেকর্ডটি ছিলো ওটাগোর। ১৯৮২ সালে ক্যান্টারবুরির বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো ওটাগো।

দীর্ঘ প্রায় ৩৬ বছর পর আবারো সেই লজ্জার রেকর্ডটি নতুন করে লিখলো ওয়েলিংটন নারী ক্রিকেট দল। এই ম্যাচটিতে মাঠ খেলার অনুপুযুক্ত থাকায় পরিধি ১৮ ওভারে কমিয়ে আনা হয়েছিলো।
এরপর শুরুতে ব্যাটিং করতে নেমে অকল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েলিংটনের ব্যাটসম্যানেরা।
১৭ রানে অলআউট হওয়ার আগে মাত্র ৯.২ ওভার ব্যাটিং করতে সক্ষম হয়েছে তারা। দলটির পক্ষে কোনও ব্যাটসম্যানই ৩ রানের বেশি করতে পারেনি।
অকল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছিলেন জে.ও পেনফোল্ড। অপরদিকে ২টি করে উইকেট তুলে নেন জে.ই প্রসাদ, এস.ই বাউডেন এবং বি.জে আর্মস্ট্রং।
মাত্র ১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৫টি বল খেলেই জয় তুলে নেয় অকল্যান্ড।
উল্লেখ্য নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে চার দিনের ম্যাচে সবথেকে কম দলীয় রানের রেকর্ডটিও অকল্যান্ডের। ১৮৭৭ সালে ক্যান্টারবুরির বিপক্ষে এই লজ্জার রেকর্ডটি গড়েছিলো অকল্যান্ড।