পাকিস্তানে দল পাঠাচ্ছে না ভারত

ছবি: ইমার্জিং এশিয়া কাপ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার সাথে যৌথভাবে আগামী ইমার্জিং এশিয়া কাপের আয়োজন করবে পাকিস্তান। কিন্তু নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তান সফরে যেতে অপারগতা প্রকাশ করেছে ভারত।
দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল পাঠাবে না তারা। সেক্ষেত্রে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো এবং টুর্নামেন্টের ফাইনালটি হবে কলম্বোতে।
তবে নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তান সফরে যেতে অপরাগতা জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন সফরকারী দলগুলোর জন্য পূর্ণ নিরাপত্তা প্রদান করতে তারা বদ্ধপরিকর।

পাশাপাশি করাচীতে থাকাকালীন সময়ে প্রত্যেকটি দলকেই শতভাগ নিরাপত্তা সুবিধা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এই প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন,
'সফরকারী দলগুলোর জন্য নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদেরকে করাচীতে থাকাকালীন সময়ে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে।'
উল্লেখ্য ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা।
এরপর থেকেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধই হয়ে রয়েছে। তাই এবার ইমার্জিং কাপ সফলভাবে আয়োজন করাটাই মূল লক্ষ্য পিসিবির।
এবারের টুর্নামেন্টটিতে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত ছাড়া আরও অংশ নিচ্ছে বাংলাদেশ, হংকং, আফগানিস্তান ও আরব আমিরাত।