ইয়াসির শাহের স্পিনে দিশেহারা কিউইরা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাই টেস্টের তৃতীয় দিন ছিল শুধুই পাক লেগ স্পিনার ইয়াসির শাহের। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইতিমধ্যেই জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান।
আগের দিনে বিনা উইকেটে ২৪ রান করা নিউজিল্যান্ড এদিনে নিজেদের প্রথম উইকেট হারায় ৫০ রানে। আর শেষ উইকেটটি হারায় ৯০ রানে! মাঝে ছিল কেবল ইয়াসির শাহের ম্যাজিক।
মাত্র ১২.৩ ওভার বল করে ৪১ রান দিয়ে ৮ উইকেট নেন এই স্পিনার। কিউইদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার জিত রাভাল। অধিনায়ক কেন উইলিয়ামসন শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত থাকলেও ছয় কিউই ব্যাটসম্যান কোন রান না করেই ফিরে গিয়েছেন।

ফলো অনে পড়ে আবারও ব্যাটিং করতে নামে কিউইরা। তৃতীয় দিন শেষে তাঁদের সংগ্রহ দুই উইকেটে ১৩১ রান। পাকিস্তানের চেয়ে তাঁরা পিছিয়ে আছে ১৯৭ রানে, হাতে আছে আট উইকেট।
এই ম্যাচে প্রথম পাকিস্তানী বোলার হিসেবে একদিনে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়ার পর একই দিনে আবারও দুইটি উইকেট নিয়েছেন এই স্পিনার।
একই দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিত রাভাল (২) এবং কেন উইলিয়ামসনকে (৩০) ফিরিয়ে এই রেকর্ড নিজের করে নেন তিনি। কিউইদের হয়ে উইকেটে আছেন রস টেইলর (৪৯*) এবং ওপেনার টম ল্যাথাম (৪৪*)।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- পাকিস্তান (ব্যাটিং)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ৪১৮/৫
(হারিস ১৪৭, বাবর ১২৭*, আজহার ৮১; গ্র্যান্ডহোম ৪৪/২)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ৯০/১০
(রাভাল ৩১ ও উইলিয়ামসন ২৮*; ইয়াসির ৮/৪১)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ১৩১/২ (ফলো অন)
(টেইলর ৪৯*, ল্যাথাম ৪৪*; ইয়াসির ২/৬৫)
পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ড পিছিয়ে আছে ১৯৭ রানে, হাতে আছে আট উইকেট।