বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সুনীল যোশি

ছবি: সুনীল যোশি, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় স্পিন বোলিং কোচ সুনীল যোশির সাথে চুক্তি বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুতরাং খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার স্বপ্ন পূরণ না হলেও এবার ভিন্ন ভুমিকায় ঠিকই টুর্নামেন্টটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন যোশি।
চুক্তি বাড়ানোর পর ভারতের সাবেক এই স্পিনার বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর ওপরে আস্থা রাখার জন্য। পাশাপাশি নিজের জন্য এটিকে অনেক বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি। এই প্রসঙ্গে যোশি বলেছেন,

'এটি আমার জন্য অনেক বড় সুযোগ এবং আমি কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আমার ওপরে বিশ্বাস রাখার জন্য।
২০১৭ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ভারতীয় স্পিনার। তাঁর তত্ত্বাবধানে বেশ ভালোই উন্নতি হয়েছে টাইগারদের স্পিন আক্রমণে।
সম্প্রতি উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বল হাতে দারুণ খেল দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারাতে স্পিনারদেরই ভূমিকা ছিল বেশি। আর সেই কারণে যোশির প্রতিই আস্থা রাখছে ক্রিকেট বোর্ড আপাতত।
উল্লেখ্য ১৯৯৬ থেকে ২০০১ সা
ল পর্যন্ত মোট ৬৯টি ওয়ানডে খেলেছেন সুনীল যোশি। যেখানে তিনি শিকার করেছেন ৬৯টি উইকেট। আর দেশের হয়ে ১৫টি টেস্টে ৪১টি উইকেট নিয়েছিলেন তিনি।