ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংলিশরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে নির্ধারিত হয়েছে নারী টি টুয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেইফাইনালে উইন্ডিজদের ৭১ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া। এরপর একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ডও।
দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচটিতে ইংলিশদের কাছে একেবারেই দাঁড়াতে পারেনি হারমানপ্রিত করের ভারত। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতীয়দের নাস্তানাবুদ করেছে তারা। এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তিন ইংলিশ বোলার সোফি একলেস্টন, হেদার নাইট এবং ক্রিস্টি গর্ডনের দারুণ বোলিংয়ে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় ভারত।
একলেস্টন ২২ রানে ২টি, নাইট ৯ রানে ৩টি এবং গর্ডন ২২ রান খরচায় ২টি উইকেট শিকার করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান এসেছে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন তিন নম্বরে খেলতে নামা জেমিমাহ রড্রিগেজ। আর অধিনায়ক হারমানপ্রিত ১৬ রান করতে পেরেছেন।
১১৩ রানের মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে একেবারেই বেগ পেতে হয়নি ইংল্যান্ডের। ২৪ রানে দুটি উইকেট হারালেও উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যামি জোন্স এবং ডানহাতি নাটালি স্কিভারের জোড়া অর্ধশতকে ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। স্কিভার ৫২ এবং জোন্স ৫৩ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে দীপ্তি শর্মা এবং রাধা যাদব ১টি করে উইকেট নিয়েছেন।

ভারত একাদশঃ
তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগেজ, হারমানপ্রিত কর (অধিনায়ক), ভেদা কৃষ্ণামূর্তি, দীপ্তি শর্মা, দয়ালান হেমালাথা, অনুজা পাতিল, রাঁধা যাদব, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব।
ইংল্যান্ড একাদশঃ
ড্যানিয়েল ওয়াট, ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), নাটালি স্কিভার, হেদার নাইট (অধিনায়ক), লরেন উইনফিল্ড, আনিয়া স্রুবসোল, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টন, ড্যানিয়েল হ্যাজেল, ক্রিস্টি গর্ডন।
সংক্ষিপ্ত স্কোরঃ
টস-ভারত (ব্যাটিং)
ভারত- ১১২/১০ (১৯.৩ ওভার) (মান্ধানা-৩৪, রড্রিগেজ ২৬) (নাইট-৩/৯, গর্ডন-২/২০)
ইংল্যান্ড- ১১৬/২ (১৭.১ ওভার) (জোন্স- ৫৩, স্কিভার- ৫২) (শর্মা- ১/২৪, যাদব- ১/২০)
ফলাফল- ইংল্যান্ড ৮ উইকেটে বিজয়ী