প্রথম দিন পাকিস্তানের নিয়ন্ত্রণে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখল পাকিস্তান। নিজেদের সম্মিলিত বোলিং শক্তিতে টসে জিতে ব্যাট করতে নামা কিউইদের মাত্র ১৫৩ রানের মধ্যেই গুঁড়িয়ে দিয়েছে তাঁরা।
ইয়াসির শাহ নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও হারিশ সোহেল দুইটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন বিলাল আসিফ।
কিউইদের হয়ে ৬৩ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান (২৮) এসেছে হেনরি নিকলসের ব্যাট থেকে। এছাড়া উল্লেখ করার মতো রান নেই কারো।
এরপরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৫৯ রানে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। উইকেটে থাকা আজহার আলী করেছেন ১০* রান। এছাড়া হারিশ সোহেল আছেন ২২* রানে।

দলীয় ২৭ রানে ইমাম উল হককে (৬) উইলিয়ামসনের তালুবন্দী করে উদ্বোধনী জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। এরপরের ওভারেই আরেক ওপেনার মোহাম্মদ হাফিজকে (২০) ফেরান ট্রেন্ট বোল্ট।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৫৩/১০
(উইলিয়ামসন ৬৩, নিকলস ২৮; ইয়াসির ৩/৫৪)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ৫৯/২
(সোহেল ২২*, হাফিজ ২০; গ্র্যান্ডহোম ১/১৭)