আরেকবার বাংলাদেশকে হারাও, সতীর্থদের হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাঁধের ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সিরিজে খেলতে পারছেন না উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার। ব্যক্তিগতভাবে ব্যাটে বলে দারুণ ফর্মে থাকা হোল্ডার দলে না থাকলেও তাঁর সতীর্থরা বাংলাদেশ সফরে ভাল করবে, এমন বিশ্বাস রাখছেন তিনি।
বাংলাদেশ দল চলতি বছরের জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে উইন্ডিজদের হারালেও টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

এবার বাংলাদেশের মাটিতে এসে সিরিজ জয় করতে চায় উইন্ডিজরা। সফর থেকে ছিটকে পড়লেও সতীর্থদের ইতিবাচক বার্তা দিয়েছেন হোল্ডার।
'সফরে যেতে পারছি না, এতে অবশ্যই হতাশ। তবে আমি নিশ্চিত দলের সদস্যরা বাংলাদেশকে আরেকবার হারানোর মত শক্তি রাখে। আমাদের উচিত যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হওয়া ও আরেকটি সিরিজ জয় নিজেদের করে নেয়া।'
৩৫ টেস্ট খেলা হোল্ডার উইন্ডিজ দলের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা অলরাউন্ডার বনে গেছেন তিনি। ব্যাট হাতে দুই সেঞ্চুরি ও আট ফিফটি ১৫৫৪ রান করা হোল্ডার বল হাতেও দারুন ফর্মে আছেন।
চলতি বছর মাত্র ১১ গড়ে ৩০ উইকেট নিয়ে ১০০ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন তিনি। বলা যায়, দারুন ফর্মে থাকা অধিনায়ক হোল্ডারের অনুপস্থিতি অনুভব করবে ওয়েস্ট ইন্ডিজ।