অপুর অভিষেক উইকেট

ছবি: ছবিঃ এএফপি

স্কোরঃ ১২৯/৪, ৪৭.৩ ওভার
উইলিয়ামস ৩৮*, মুর ০*
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি। ঐতিহাসিক ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বর্তমানে তাঁদের স্কোর ৪ উইকেট হারিয়ে ১২৯ রান।
অপুর অভিষেক উইকেটঃ
অভিষেক টেস্ট খেলতে নামা নাজমুল ইসলাম অপু তাঁর চতুর্থ ওভারেই ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন। দুর্দান্ত এক ডিলেভারিতে সিকান্দার রাজাকে বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান তিনি।
লাঞ্চের পরই রাহির আঘাতঃ
লাঞ্চের পর বল করতে নেমেই আঘাত হানেন পেসার আবু জায়েদ রাহি। উইকেটে থিতু হয়ে খেলতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ঘরের ছেলে আবু জায়েদ রাহি। ৫২ রান করে বিদায় নেন জিম্বাবুয়ের দলপতি।

মাসাজাদকার ফিফটিঃ
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দেখে শুনে খেলে তুলে নিয়েছেন ফিফটি। তাঁর ফিফটির উপর ভর করেই লাঞ্চে গিয়েছে সফরকারীরা। অপরপ্রান্তে উইলিয়ামস অপরাজিত আছেন ১৩ রানে।
তাইজুলের দ্বিতীয়ঃ
চারির বিদায়ের পড় ক্রিজে নেমেছিলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু তাঁকে উইকেটে বেশীক্ষণ টিকতে দেন নি তাইজুল। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক ক্যাচে মাত্র ৬ রানে ফেরেন তিনি। টেইলরের বিদায়ে ক্রিজে নেমেছেন শন উইলিয়ামস।
তাইজুলের আঘাতঃ
রিভিউতে বেঁচে গেলেও সেটাকে বেশীক্ষণ ধরে রাখতে পারেন নি ব্রায়ান চারি। শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার। কিন্তু দলীয় ৩৫ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার চারি।
ব্যর্থ রিভিউঃ
ইনিংসের তৃতীয় ওভারে পেসার আবু জায়েদ রাহি ব্রায়ান চারির বিপক্ষে লেগ বিফরের আবেদন করেন। আম্পায়ার ব্যাটসম্যানের পক্ষ নিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে দেখা যায় বলটি ব্যাটের কোনায় লেগে পায়ে আঘাত করেছে। ফলে রিভিউটি নষ্ট হয় বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।