promotional_ad

জ্বলে ওঠার অপেক্ষায় জিম্বাবুয়ে

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সারা বছর তেমন একটা টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়না জিম্বাবুয়ের। আবার বাংলাদেশ দলের গত টেস্ট সিরিজের পারফর্মেন্সও তেমন সন্তোষজনক ছিলনা। তাই জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা মনে করছেন, আসন্ন টেস্ট ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


সিলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে প্রায় এগার মাস পর দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামবে জিম্বাবুয়ে। ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল তাঁরা। সে কারণে সর্বস্ব দিয়ে লড়াই করতে প্রস্তুত জিম্বাবুয়ে, বিশ্বাস করছেন দলের অধিনায়ক।



promotional_ad

'আমরা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খুব বেশি খেলি না। আমরা আসলেই এর গুরুত্ব অনুধাবন করতে পারছি। আমরা জ্বলে ওঠার অপেক্ষায় আছি,' সিলেটে ম্যাচের আগের দিন (শুক্রবার) সংবাদ সম্মেলনে বলেছিলেন মাসাকাদজা।


এদিকে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। সিরিজের দুইটি ম্যাচই খুবই লজ্জাজনকভাবে হেরেছিল ক্যারিবিয়ান দ্বীপে খেলতে যাওয়া বাংলাদেশ।


তাই শনিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মতো বাংলাদেশও চাইবে নিজেদের প্রমাণ করতে।



'দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের অতীত পারফর্মেন্স অনেকটা গতানুগতিক। সুতরাং সিরিজের প্রথম ম্যাচে প্রতিটি দলই আলাদা কিছু চাওয়া থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball