রাব্বিকে আরেকটি সুযোগ দিতে চান মাশরাফি!

ছবি: ফজলে রাব্বি, বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টানা দুই ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর ফজলে রাব্বিকে নিয়ে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠছে। তৃতীয় ম্যাচে তাঁকে একাদশের বাইরে রাখারও দাবি উঠেছে জোরেশোরে।
তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন এত কিছুর পরেও রাব্বিকে সুযোগ দেয়ার পক্ষে তিনি। তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাব্বিকে নিয়ে প্রশ্ন করা হলে তাঁর পক্ষেই কথা বলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি বলেন,

'আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে ওকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না সত্যি কথা বলতে। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান।'
রাব্বির পক্ষে নিয়ে মাশরাফি আরও যোগ করেন, 'আর দ্বিতীয় কথা হল একই সময়ে ধরেন শান্তও বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক। এখানেও একটি পয়েন্ট আছে। এখানে আসলে একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে। আমি যেটি বলবো সেটিই যে হবে তাও না। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমি কিছু মনে করবো না, আমার সমস্যা নেই।'
রাব্বির মত খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে পারতেন অধিনায়ক মাশরাফিও। এই বাস্তবতা মেনে নিয়েই রাব্বির সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই এই পর্যায়ে এসেছেন রাব্বি বলে তাঁর প্রতি আস্থা হারাতে নারাজ টাইগার দলপতি। বলেছেন,
'আমার ক্ষেত্রেও এমনটি হতে পারত। খেলোয়াড়ের সব দিক নিয়ে যদি আমি চিন্ত??? করি তাহলে আমার কাছে মনে হয় ভালভাবে ব্যাকআপ করা সম্ভব। সে কিন্তু নিজেকে প্রমাণ করেই এই পর্যন্ত এসেছে। হুট করে দুটি ম্যাচে আউট হয়ে গিয়েছে।'