promotional_ad

হোম অফ ক্রিকেটে 'আত্মবিশ্বাসী' বাংলাদেশ

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় ৮ মাস পর মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।


দীর্ঘ দিন পর মিরপুরের মাঠে খেলতে নামলেও জয় পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। মূলত এশিয়া কাপের পারফর্মেন্সই যোগাচ্ছে তাদের এই আত্মবিশ্বাস। 


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, 'অবশ্যই, অনেক দিন পর হোমে খেলতে নামছি। অবশ্যই সবাই আত্মবিশ্বাসী।'  



promotional_ad

কিন্তু দুঃখের বিষয় এই ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না সাকিব এবং তামিমের মত দুই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও এতে খুব একটা সমস্যা হবে না দলের বলে বিশ্বাস করেন নড়াইল এক্সপ্রেস।


তাঁর মতে, সাকিব-তামিম থাকবেন না ভেবে নিয়েই প্রস্তুতি নিয়েছে তাঁর দল বিধায় নিজেদের সেরাটা দেয়ার ক্ষেত্রে মানসিক দিক থেকেও শক্ত আছে সকলে। মাশরাফির ভাষ্যমতে, 


'সাকিব তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে, সেরা পারফর্মেন্স দেয়ার জন্য যা যা দরকার করেছেন। কাল খেলা, সবাই যেটা চাচ্ছে, সেটা যেন করতে পারে।' 


উল্লেখ্য মিরপুরে হোম অফ ক্রিকেটে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত ১৫ই ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টি টুয়েন্টি ম্যাচটিতে অবশ্য ৬ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা।



ওয়ানডেতেও অবশ্য শেষবার একই প্রতিপক্ষের বিপক্ষে এই মাঠে খেলেছিল বাংলাদেশ। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচেও পরাজিত হয়েছিল টাইগাররা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball