আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলবে বাংলাদেশের নারীরা। কথাটি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেললে প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে বাংলাদেশ। এটাই থাকবে বাংলাদেশ দলের পরিকল্পনা।
এছাড়াও সম্প্রতি সময়ে নারীদের পারফর্মেন্সও আত্মবিশ্বাস দিচ্ছে ক্রিকেট দলের এই ম্যানেজারকে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান,

'আমাদের দলের দুই ওপেনারই হার্ডহিটার। তাদের হিট করার ক্ষমতা খুব ভাল। এটা আমাদের ম্যাচে এগিয়ে নিয়ে যায়। এখনো আমাদের দলের স্ট্রাটেজি একই রকম থাকবে, আমরা চেষ্টা করব শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে।
এটা করতে না পারলে আমাদের জন্য কঠিন হবে বড় দলের সঙ্গে জেতা। মেয়েরা যেরকম পারফর্ম করে আসছে তাতে আশা করছি যে সামনেও ভাল পারফর্ম করবে।'
এদিকে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক সালমা খাতুনকে নিয়ে বাংলাদেশ দলের আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানান ফাহিম স্যার। সেই সঙ্গে অধিনায়কের পারফর্মেন্স নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষায়,
'ও বোলিং ওপেন করছে আমরা চার ওভার করে প্রতি ম্যাচেই বল করছে। সে আমাদের ওপেনার বোলার। আবার অধিনায়ক হলে যে ব্যাটিং উপরে করবে এমনটা না, ব্যাটিং ভাল করলেই উপরে উঠে আসবে।
ও সম্প্রতি ভাল ব্যাটিং করেছে কিন্তু আমরা ওর পারফর্মেন্স সেভাবে দেখতে পাইনি। আর যেহেতু মিডল অর্ডার ভাল করছে তাই তাকে সাত বা আটে নামানো। দলের পরিকল্পনাই এটা।'
উল্লেখ্য যে, চলতি মাসের ২৯ তারিখ বাংলাদেশে এসে পৌঁছবে পাকিস্তান নারী ক্রিকেট দল। আগামী ১ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাদের স্বাগত জানাবে বাংলাদেশের মেয়েরা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে দু’দলের।