promotional_ad

বিপদ কাটেনি স্টোকসের

বেন স্টোকস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ১৪ আগস্ট, জীবনের এই এগারো মাস কোনদিনই ভুলতে পারবেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই সময়ে ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি।


দল থেকে জায়গা হারিয়েছেন, সঙ্গে হারাতে হয়েছে স্পন্সর সহ নানান সুবিধা। এরপর ফিরেছেন দলে, প্রমাণ করেছেন নিজেকে আবারো। তবে গত ১৪ই আগস্ট ১১ মাসের সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছিলেন স্টোকস।


কিন্তু তারপরেও ক্রিকেট নিয়ম শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে ইংলিশ এই অলরাউন্ডারকে। ডিসেম্বরের ৫ তারিখে তাকে ডেকেছে ক্রিকেট নিয়ম শৃঙ্খলা কমিটি।



promotional_ad

তার সঙ্গে থাকবেন একই মামলায় জড়ানো আরেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। দুইদিন ধরে সেখানেও চলবে তাদের শুনানি। তবে এই মামলার গভীরতা এতোই বেশি যে স্টোকস সেই মামলায় নিষেধাজ্ঞাও পেতে পারেন! 


উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবে মারামারি করার অভিযোগ ওঠে তার উপর। যে ঘটনার জের ধরে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে আদালতেও যেতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে।


কিন্তু গত ১৪ই অক্টোবর তাকে নির্দোষ বলে রায় দিয়েছে ব্রিস্টল ক্রাউন আদালত। ৬ জন করে পুরুষ ও নারী দলের বিচারিক আদালতের রায় জানানোর মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্টোকসের স্ত্রী ক্লেয়ার।


ইংলিশ তারকার এজেন্ট, সাবেক ইংলিশ ক্রিকেটার নেইল ফেয়ারব্রাদারও সেই সময় কান্নায় ভেঙ্গে পড়েন। আর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্টোকস সেসময় চোখ বন্ধ করে ছিলেন। কোন প্রকার আনন্দ দেখা যায়নি তার চেহারায়।



তারপর বাদি পক্ষের আলীর সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করে আদালত থেকে বের হয়ে যান তিনি। সেখানে উপস্থিত থাকার জন্য ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেননি স্টোকস।


তবে এই বিচারিক কার্যক্রমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। কয়েকবার ঘুষি মারার কথা স্বীকার করলেও তার দাবি, আত্মরক্ষার জন্যই মারামারি করতে বাধ্য হয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball