বোলাররাই রাজত্ব করবে এশিয়া কাপে

ছবি: প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সাধারণত প্রতিবারের এশিয়া কাপে বোলারদের চাইতে ব্যাটসম্যানদের দাপটই বেশি লক্ষ্য করা যায়, তবে এবার আরব আমিরাতের কন্ডিশনে বোলারদের জয়জয়কার দেখা যাবে বলে মনে করছেন অনেকেই।
জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স তো বোলিং শক্তিমত্তার জন্য আফগানিস্তানকে আসরের অন্যতম সেরা দল বলেই দিয়েছেন। এছাড়া এই প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন।

এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর বোলিং লাইনআপই মূলত স্বপ্নও দেখাচ্ছে তাকে। একারণে এবারের এশিয়া কাপ 'বোলারদের আসর' হবে বলে ভবিষ্যদ্বাণী করছেন তিনি।
'আরব আমিরাতের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য হয়ে থাকে। তবে সব দলের বোলিং লাইনআপ এবার বেশ আশা জাগানিয়া। তাই আমার মনে হয় এবারের আসর হবে শুধুই ব্যাটসম্যানদের।'
এছাড়া আসন্ন এশিয়া কাপে কোন বোলারের দিকে তার বেশি নজর থাকবে তাও জানিয়েছেন তিনি। রিভার্সসুইং সহ নানান ভ্যারিয়েশনের বোলিং দক্ষতায় তার মন কেড়েছেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব।
'এশিয়া কাপে আমি উমেশ যাদবের বল দেখার জন্য মুখিয়ে আছি। যাদবের বিশেষ কিছু ক্ষমতা আছে। রিভার্স সুইং এবং বলের বিভিন্ন ভ্যারিয়েশন সে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উপহার দিতে পারে।'; অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন জনসন।