promotional_ad

ভনকে রশিদের পালটা জবাব

promotional_ad

ভারতের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য ইংলিশ স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। কিন্তু রশিদকে দলে নেয়ার পর সেটা নিয়ে সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। 


কারণ এবছর ইংলিশ কাউন্টিতে নিজ দল ইয়র্কশায়ারের হয়ে কোন চার দিনের ম্যাচ খেলেননি রশিদ। কিন্তু ওয়ানডেতে তার পারফর্মেন্স বিচার করেই টেস্ট দলে রাখা হয়েছে তাকে। 


আর ইংলিশদের ঘরোয়া ক্রিকেটে না খেলে দলে ডাক পাওয়ার ব্যাপারটিকে ভালো চোখে দেখেননি মাইকেল ভন। টেলিগ্রাফে লেখা বিশেষ কলামে রশিদের ডাক পাওয়াকে তিনি লিখেছেন ‘উদ্ভট’। টেলিগ্রাফের কলামে তিনি লিখেছেন,



promotional_ad

‘আমাদের কাউন্টি মানেই হলো ক্রিকেটারদের ফিনিশিং স্কুল। মনে হচ্ছে এটা এখন আর গুরুত্ব বহন করে না, এর কোনও যোগসূত্র নেই।’


এদিকে ভনের এমন মন্তব্যের পর সেটা নিয়ে প্রতিবাদ করেছেন আদিল রশিদ। প্রতি উত্তরে ভনের মন্তব্যকে নির্বোধের মতো মনে হয়েছে ইংলিশ লেগ স্পিনারের! এর জবাবে রশিদ অবশ্য সরাসরি বলেছেন, 


‘ওরা হতাশ হতেই পারে। তবে আমার মনে হয় বিষয়গুলো আরও বেশি সুন্দর হতো যদি প্রধান নির্বাহী অথবা হেড কোচ এ নিয়ে কথা বলতেন।’



আগামী মাসের এক তারিখ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। আর সেই ম্যাচের একাদশে রশিদের থাকার সম্ভাবনা অনেক বেশী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball