আমরা ওয়ানডেতে সহজে মানিয়ে নিতে পারিঃ তামিম

ছবি:

উইন্ডিজ সফরে খেলতে গিয়ে টেস্ট সিরিজে হতাশাজনক পারফর্মেন্স করেছিল টাইগাররা। যেকারণে তাদের পারফর্মেন্স নিয়ে উঠে এসেছিল নানা প্রশ্ন।
কিন্তু রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের হারিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছে টাইগাররা। এদিন স্বাগতিকদের ৪৮ রানে হারায় মাশরাফির দল।
এদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয়ার পেছনে কারিগর ছিলেন তিন টাইগার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা।

তামিম সেঞ্চুরি তুলে নিলেও, তিন রানের জন্য শতক মিস করেছেন সাকিব। আর বল হাতে দুর্দান্ত ছিলেন কাপ্তান মাশরাফি। তাই সব মিলিয়ে সিনিয়রদের প্রচেষ্টায় জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ দল।
৯ বছর পর উইন্ডিজদের মাটিতে জয় তুলে নেয়ার দিন ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। টানা ৫০ ওভার ব্যাট করে অপরাজিত ছিলেন ১৩০ রানে।
আর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, তারা জানেন তাদের শক্তি কোন জায়গায়। টেস্টে হতাশাজনক পারফর্মেন্সের পর অধিনায়কের সাথেও বসেছিলেন তারা। তামিম জানান,
'টেস্ট সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলি নি। এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা সহজে মানিয়ে পারি। আমরা আমাদের শক্তির জায়গায় বেশ পরিস্কার।
আমাদের অধিনায়কের সাথে আমরা বসেছিলাম। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চেয়েছিলাম, আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি।'