ইতিহাস সৃষ্টি করলেন ফাহিমা

ছবি:

প্রমীলাদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।
আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করার চেষ্টা করে আরব আমিরাত। তারা ওপেনিং জুটি থেকে তোলে ১৬ রান। এরপর ৭ রান করা সেনেভিরান্তা রান আউট হয়ে ফিরলে প্রথম উইকেটের পতন হয় আরব আমিরাতের।
দ্বিতীয় উইকেট জুটিকেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ফাহিমা খাতুন। তিনি ৫ রান করা নিশা আলীকে নিগার সুলতানার ক্যাচ বানিয়ে আউট করেছেন। নিজের তৃতীয় ওভারে এসে আমিরাতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন ফাহিমা।

করেছেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। তিনি একে একে ফিরিয়েছেন ডোনা, এশা ও কাবিশা এগোডেজকে। তবে এটি শুধু ফাহিমার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক নয়, টি-টুয়েন্টি ক্রিকেটে এই প্রথম হ্যাট্রিক করল কোন বাংলাদেশী প্রমীলা ক্রিকেটার।
এর আগে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে হ্যাট্রিক আছে কেবল সাত জন প্রমীলা ক্রিকেটারের। এর মধ্যে পাকিস্তানের দুইজন ছাড়াও আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একজন করে ক্রিকেটার।
অবশ্য ওয়ানডে ফরম্যাটে আগেই হ্যাট্রিক করেছিলেন রুমানা আহমেদ। ২০১৬ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন রুমানা আহমেদ। যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশী প্রমীলাদের জন্য সেটাই ছিল প্রথম হ্যাট্রিক।
এদিকে ফাহিমার হ্যাট্রিকের দিনে মাত্র ৩৯ রানে অলআউট হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা।