বিসিবির স্কিল ক্যাম্পে ২৮ ক্রিকেটার

ছবি:

এবারের বিশেষ স্কিল ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-১৭ থেকে বাছাইকৃত ২৮ জন ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সার্বিক তত্ত্বাবধানে এই ২৮ ক্রিকেটারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
যোগ্যতা প্রমাণ করে পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিতে পারেন তারা। আর এভাবেই জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ মিলবে প্রতিভাবান এসব ক্রিকেটারের।
ক্যাম্পে ডাক পাওয়া চার জন ওপেনার, সাত জন মিডল অর্ডার ব্যাটসম্যান, সাত জন পেসার, চার জন স্পিনার, দুই জন উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং চার জন অলরাউন্ডার।
স্কিল ক্যাম্পের ২৮ সদস্যঃ-
ওপেনারঃ- মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, মেহেদী হাসান মিরাজ, আব্দুল্লাহ আল ফারাবি।

মিডল অর্ডারঃ- শাহরিয়ার সাকিব, সাকিব শাহরিয়ার, জুলকার নাইন দোলন, রাফসান জানি, খালিদ হাসান, সোহাগ আলী, অয়াসিফ আকবর।
পেসারঃ- আশিকুর রহমান, মহিউদ্দিন, জালাল আহমেদ, আদনান সামি, শাহরিয়ার আলম মাহিম, তউফিকুল আহমেদ, আরিফ আহমেদ অনিক।
স্পিনারঃ- আজিজুল হক রনি, ইয়াসির তাকি, আশরাফুল ইসলাম সিয়াম, মিয়াদুর রহমান।
উইকেটরক্ষকঃ- তোফায়েল আহমেদ, মাকসুদূর রহমান।
অলরাউন্ডারঃ- রিহাদ খান, মাহফুজুর রহমান রাব্বি, ??ইচ মোল্লা, রায়হান শাবাব খান।