চলতি বছরেই আসছে জিম্বাবুয়ে

ছবি:

দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার জন্য ২০১৯ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ে দলের। তবে এবার সেই সফরটি এগিয়ে নেওয়া হচ্ছে।
সামনের বছরের পরিবর্তে চলতি বছরের অক্টোবরেই জিম্বাবুয়ে দল আসবে বাংলাদেশে। বিসিবির সি.ই.ও নিজামুদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন।

'দুই বোর্ডের আলোচনার মাধ্যমে পুনরায় সূচি বানানো হচ্ছে। আমাদের সিরিজটি আগাতে হচ্ছে। কেননা সামনের জানুয়ারিতে আমরা বিপিএল আয়োজন করব। যদিও ঐ সময়ে জিম্বাবুয়ে সিরিজ হওয়ার কথা ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করছি।'
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে হওয়ার কথা ছিল বিপিএলের আসর। কিন্তু নির্বাচনের বছর হওয়াতে নিরাপত্তা ইস্যু বিবেচয়ায় বিপিএলকে সরিয়ে নেওয়া হয়েছে সামনের বছরের জানুয়ারিতে।
আর সেই সুবাদে জানুয়ারিতে অনুষ্ঠেয় সিরিজটি এগিয়ে আনা হচ্ছে চলতি বছরের অক্টোবরে। যদিও এখনো চূড়ান্ত পর্যায়ে কথা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে, তবে শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট বোর্ড দুটি।