পাঠ্যবইয়ে ‘সাকিবের জায়গায়’ জ্যোতিকে দেখে খুশি পরিবার
ছবি: সাকিব আল হাসান (বামে), নিগার সুলতানা জ্যোতি (ডানে)
জাতীয় দলের হয়ে ৫০ ওয়ানডে এবং ১০৬ টি-টোয়েন্টি খেলা ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে জায়গায় দেয়া হয়েছে দেশের পাঠ্যবইয়ে। জ্যোতিকে জায়গা দিতে সরিয়ে দেয়া হয়েছে সাকিব আল হাসান। যদিও এমন তথ্য জানতেন না বাংলাদেশের অধিনায়ক। মায়ের কাছ থেকেই এমন কথা সবার আগে জানতে পান তিনি। পাঠ্যবইয়ে জ্যোতিকে দেখে খুশি হয়েছেন তাঁর পরিবার।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘একদিন আগে আমার মা আমাকে বলছিল, হয়তো কারও কাছ থেকে শুনেছে। ভালো লাগার বিষয় অবশ্যই। আমার থেকে আমার পরিবার বেশি খুশি।’
২০১৩ সালে সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের ‘গেইমস অ্যান্ড স্পোর্টস’ ক্যাটাগরিতে বিশ্ব বিখ্যাত ৮ ক্রীড়া ব্যক্তির ছবি যুক্ত করা হয়েছিল। যেখানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার মহানায়ক দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রায়ান লারা, ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ছবি ব্যবহার করা হয়েছিল।
আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও পর্বত আরোহী নিশাত মজুমদার। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাঠ্যবই থেকে সরিয়ে দেয়া হয়েছে সাকিব ও সালাহউদ্দিনকে। দুনিয়ার একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরি করা শচীনের নামও রাখা হয়নি নতুন পাঠব্যইয়ে।
সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সালাহউদ্দিন রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আওয়ামীলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল। সেটার জেরেই সাকিব ও সালাউদ্দিনের নাম পাঠ্যবই থেকে সরিয়ে দেয়া হয়েছে। ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যায়ে তাদের তিনজনের জায়গায় এবার যুক্ত করা হয়েছে নারী ক্রিকেটার জ্যোতি, ফুটবলার জামাল ভুঁইয়া এবং দাবাড়ু রানী হামিদকে।
সবশেষ কয়েক বছরে নিয়মিত পারফর্ম করে বাংলাদেশের মেয়েদের আইকন হয়ে উঠেছেন উইকেটকিপার ব্যাটার জ্যোতি। ডেনমার্ক প্রবাসী জামাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। আর সবশেষ হাঙ্গেরি অলিম্পিয়াডে তিনি টানা পাঁচ রাউন্ড জিতে আলোড়ন তুলেছিলেন ৮২ বছর বয়সী দাবাড়ু রানী হামিদ।