promotional_ad

জায়সাওয়ালকে ওয়ানডেতেও চান কাইফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত আইপিএলেই আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইয়াসভি জায়সাওয়াল। এরপর সাদা পোশাকে ভারতের হয়ে অভিষেক হয়েছে এই ব্যাটারের। তবে ব্যাটিংয়ের ধরণ বদলাননি। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন।


ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ৯ ইনিংসে ৮৯ গড়ে করেছেন ৭১২ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৯ ম্যাচের পূর্ণ করেছেন হাজার রানের মাইলফলক। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এই ক্রিকেটারকে ওয়ানডেতেও দেখতে চান।



promotional_ad

বাঁহাতি এই ব্যাটারের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। সম্প্রতি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এই ওপেনারকে ৫০ ওভারের ক্রিকেটেও দেখার আগ্রহের কথা প্রকাশ করেছেন কাইফ। তিনি মনে করেন জায়সাওয়ালের শারীরিক গড়ন ছোটোখাটো হলেও ব্যাটসম্যান হিসেবে তাকে উপরের সারিতেই রাখছেন কাইফ।


এই ওপেনারের প্রশংসা করে তিনি বলেছেন, 'শারীরিক গড়নে কিছুটা ছোটখাটো হলেও আমরা কিন্তু অনেক বছর ধরেই জয়সওয়ালকে দেখছি। আমরা তাকে রঞ্জি ট্রফি এবং আইপিএলে দেখেছি। সে আইপিএলে দুর্দান্ত খেলেছে। সে অসাধারণ একজন খেলোয়াড়।'


ভারতের জার্সিতে টেস্ট দিয়েই অভিষেক হয় জয়সাওয়ালের। নিজের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান। পরের টেস্টে রাজকোটে আবারো ডাবল সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে।



সাদা পোশাকে এখন পর্যন্ত ৬৮.৫৩ গড়ে করেছেন ১ হাজার ২৮ রান। যেখানে তার স্ট্রাইকরেট ৭০.০৭। বাঁহাতি এই ব্যাটার এখন পর্যন্ত টি-টিয়োন্টি খেলেছেন ১৭টি। এই ফরম্যাটে ১৬১.৯৩ স্ট্রাইকরেটে ৫০২ রান করেছেন তিনি। কাইফের মতে জয়সাওয়াল তিন ফরম্যাটের ক্রিকেটার। তাই তিনি দ্রুতই এই ব্যাটারকে ওয়ানডেতে দেখার ইচ্ছা তার।


কাইফের ভাষ্যমতে, 'এখনও তার ওয়ানডে অভিষেক হয়নি, তাকে অভিষেক করান। ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্টের কথা, যেটাই বলুন না কেনো সে সব সংস্করণের খেলোয়াড়। ব্যাটার হিসেবে তার রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় দক্ষতাই রয়েছে। সে নিজের ইচ্ছা অনুযায়ী আগ্রাসী ব্যাটিংয়ের মাত্রা ৬ থেকে ৭ ধাপ এগিয়ে নিতে পারে। টেস্ট ম্যাচে অ্যান্ডারসনকে তিন বলে তিন ছক্কা মেরেছে, তাতেই বুঝা যায়, সে কতটা দক্ষ ব্যাটার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball