promotional_ad

টপ অর্ডারে একমাত্র 'জয়'

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান প্রেসিডেন্ট কাপে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান খরায় ভুগছেন। ওপেনিং জুটি তো ব্যর্থ হয়েছেই, তিন নম্বরে নামা ব্যাটসম্যানের কাছ থেকেও বড় রান পাচ্ছে না দলগুলো। 


টুর্নামেন্টে ৫ ম্যাচ হয়ে গেলেও এখন পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং জুটি মাত্র ২৭ রানের। তাও আবার প্রথম ম্যাচে। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশের দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার মিলে তুলেছিলেন ২৭ রান।



promotional_ad

মাহমুদউল্লাহ একাদশের অবস্থা আরও শোচনীয়। প্রথম ম্যাচে ওপেনিং জুটিতে এসেছে মাত্র ১৩, দ্বিতীয় ম্যাচে তো ০ রানেই ৩ উইকেট নেই। পরের ম্যাচে ওপেনিং জুটি মাত্র ১৬। আর সোমবার তামিম একাদশের বিপক্ষে লিটন-নাঈমের জুটি টিকেছে মাত্র ১.১ ওভার, রান ছিল ৮।


তামিম একাদশের হালও অনেকটা একই। দুই তামিম মিলে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েছেন মাত্র ১৪ রানের। অধিনায়ক তামিম নিজেও এখন পর্যন্ত আছেন রান খরায়। এখন পর্যন্ত তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ মাত্র ৩৩।


তিন নম্বরে নামা আনামুল হক বিজয়ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ৩ ম্যাচেই। সর্বোচ্চ মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ২৫। মাহমুদউল্লাহ একাদশের মুমিনুল হকও এই পজিশনে তিন ম্যাচ খেলে কোন ফিফটি পাননি, সর্বোচ্চ ৩৯। যদিও চতুর্থ ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে তাকে।



মুমিনুলের জায়গায় দলে সুযোগ পাওয়া তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের ব্যাটেই এসেছে এই টুর্নামেন্টে টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রথম ফিফটি। তামিম একাদশের বিপক্ষে তিনে নেমে ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান করেছেন ৫৮ রান।


অন্যদিকে নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন নিজেও তিনে নেমে রান করতে পারেনি। তিন ম্যাচে মোট ৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball