দুই ওপেনারকে হারিয়ে চাপে মাহমুদউল্লাহ একাদশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মিডল এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় লড়াকু পুঁজি পেয়েছে তামিম একাদশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান স্কোরবোর্ডে তুলে দলটি। সর্বোচ্চ ৬২ রান আসে ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে। মাহমুদউল্লাহ একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন।
জবাবে ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশ শুরুর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বসেছে। সাইফউদ্দিনের ভেতরে আসা বলে বোল্ড হয়ে ফিরেছেন নাঈম শেখ। এরপরের ওভারে মুস্তাফিজের বলে ফিরে গেছেন লিটন দাস।
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ।

মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহ???ুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব।
সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৮ (তামিম ৯, তানজিদ ১, এনামুল ১, ইয়াসির ৬২, মিঠুন ২, অঙ্কন ৫৭, মোসাদ্দেক ৪০, সাইফ উদ্দিন ৩৮, মেহেদি ১*, তাইজুল ০*; রুবেল ১০-৩-৩৪-৪, আবু হায়দার ১০-০-৪০-১, ইবাদত ১০-১-৬০-২, রকিবুল ১০-০-৩২-০, মিরাজ ৫-০-৩০-০, মাহমুদউল্লাহ ৫-০-২৩-০)।
মাহমুদউল্লাহ একাদশ: ৫ ওভারে ২৬/২ (ইমরুল ১৭)