দর্শকদের মিস করবেন তামিম

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অপেক্ষার পালা শেষ হচ্ছে অবশেষে। দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরছে প্রতিযোগীতামূলক ক্রিকেট। তবে এর জন্য মেনে নিতে হচ্ছে নানা বাধ্যবাধকতা।যার মধ্যে একটি হলো দর্শক শুন্য গ্যালারি।
করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় মাঠে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়ছে। সেকারণে প্রেসিডেন্ট'স কাপে শুন্য গ্যালারির সামনেই খেলতে হবে ক্রিকেটারদের। আর এতে স্বাভাবিকভাবেই বেশ হতাশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মিরপুরের মাঠে দর্শকদের বেশ মিস করবেন তিনি।

শনিবার প্রেসিডেন্ট'স কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে তামিম বলেন, 'দর্শকদের অবশ্যই মিস করব, কারণ স্বাভাবিকভাবে আমরা এরকম টুর্নামেন্ট খেলতে পারি না। আমাদের ধরেন জাতীয় দলের ব্যস্ত সূচি থাকে, প্রিমিয়ারি লিগ খেলি। তবে এরকম ওয়ানডে তিনটি দল ভাগ হয়ে খুব কম হয়।'
নতুন এই টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদি তামিম ইকবাল। দেশের পরিস্থিতি ভালো থাকলে এই টুর্নামেন্ট মানুষ ভালোভাবে উপভোগ করতে পারতো বলে মনে করেন তিনি। যদিও খেলাগুলো ফেসবুক এবং ইউটিউবে দেখানো হবে বিধায় ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।
টাইগারদের ওয়ানডে দলপতি তাই বলেছেন, 'দেশের পরিস্থিতি যদি ভালো হতো অবশ্যই দর্শকরা খুব উপভোগ করত। যা শুনছি খেলাগুলো ফেসবুক ও ইউটিউবে দেখাবে। আশা করি দর্শকরা ঘরে বসে উপভোগ করবে।'