আকবরদের উত্তরসূরি নির্বাচন শুরু আগস্টে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আকবর আলীদের যুব দলের পালা শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে নতুন অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন করা সম্ভব হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে আগস্টেই দল নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৫ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন, জানালেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ সুজন। চার সপ্তাহের এই ক্যাম্পটি বিকেএসপিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

এ প্রসঙ্গে সুজন বলেন, 'এখন ডেডলাইন ফিক্স করে তারিখ দেয়াটা বোকামি আসলে। তাহলেও মাথায় একটা সময় নিয়ে এগোতে হয়। আমরা চিন্তা করছি যে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে যদি কোয়ারেন্টাইন করতে পারি অনূর্ধ্ব-১৯ ছেলেদের। তাহলে বিকেএসপিতে ক্যাম্প করার চিন্তা করছি।'
যুবা ক্রিকেটারদের এই ক্যাম্পের সময় সেখানে অবস্থান করবেন বোর্ড কর্মকর্তা এবং নির্বাচকরা। বরাবরই যুবাদের একটি ওয়ানডে টুর্নামেন্টের মাধ্যমে বেছে নেয়া হয়। তবে এবার করোনা পরিস্থিতির কারণে সেই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। তাই বিকল্প ব্যবস্থায় ক্রিকেটার নির্বাচন করবে বিসিবি।
সুজনের ভাষ্য, 'আমরা ওখানে কোয়ারেন্টাইন করে আগস্টে চার সপ্তাহের অনুশীলন শুরু করতে পারি। যেখানে আমাদের নির্বাচকরা যাবে, সবাই থাকবে সেখানে। যেহেতু আমাদের এবার ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি তাই আমাদের অনূর্ধ্ব-১৯ এর দল নির্বাচনটা হয়নি। আমরা এই ক্যাম্পের মাধ্যমেই দল নির্বাচন করে ফেলবো। এটাই আমাদের পরিকল্পনা।'