বিসিবির মহতী উদ্যোগে স্বস্তিতে রুমানা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি অসচ্ছল ক্রিকেটারদের মাঝে ফিটনেস সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বোর্ডের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। একই সঙ্গে নিজের স্বস্তিও প্রকাশ করেন তিনি।
করোনাকালে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসচ্ছল ক্রিকেটাররা। সরঞ্জামের অভাবে নিয়মিত অনুশীলনও বাঁধাগ্রস্ত হচ্ছে তাঁদের। সঙ্কটপূর্ণ এই পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ২৯ বছর বয়সী রুমানা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'একটা বিষয় ভালো লাগছে যে এখন আমরা স্বস্তিতে থাকতে পারছি। আমাদের কিছু হলে বিসিবিকে জানাতে পারছি। ভালো লাগছে যে আমাদের একটা অভিভাবক আছে। বিসিবি’র আরো একটি উদ্যোগ ভালো লেগেছে, যে বিসিবি থেকে আমরা জিমের সরঞ্জাম পাচ্ছি। আমাদের যাদের বাড়িতে সাইকেল নেই, ভারোত্তোলক নেই তাদের জন্য বিসিবি এসব সরঞ্জাম বাড়িতে নেয়ার সুযোগ করে দিয়েছে।'
অন্যান্য ক্রিকেটারদের মতো খুলনায় জন্মগ্রহণ করা রুমানাও নিজেকে ফিট রাখার জন্য কাজ করছেন। এর জন্য বিসিবির কাছে একটি সাইকেল এবং ভারোত্তোলক সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এক্ষেত্রেও বোর্ডের কাছ থেকে সহায়তা পেয়েছেন রুমানা।
নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডারের ভাষ্যমতে, 'আমি ফিজিওকে জানিয়েছিলাম যে আমার একটি সাইকেল ও ভারোত্তোলক প্রয়োজন। যেহেতু আমার পায়ের সমস্যা আছে সেহেতু ভারোত্তোলক দিয়ে কাজ না করলে সমস্যা হতে পারে। তো তারা জানিয়েছে যে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এগুলো আছে। সেখান থেকে দিতে পারবে। এসমস্ত উদ্যোগগুলো আমার খুবই ভালো লেগেছে।'
বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে ৩৮টি ওয়ানডে এবং ৬৫টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুমানা আহমেদ। যেখানে ওয়ানডেতে ২৪.৩২ গড়ে ৮২৭ রান সংগ্রহ করেছেন তিনি। অপরদিকে টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৮৩.০৭ স্ট্রাইক রেটে ৭৪৬ রান। এছাড়া ওয়ানডেতে বল হাতে ৩.৬৭ ইকোনমি রেটে ৪২ উইকেট শিকার করেন রুমানা। আর টি-টোয়েন্টিতে ৫.৪০ ইকোনমিতে ৫৭ উইকেটের মালিক তিনি।